শেখ রাসেল বাংলাদেশের রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র। ১৯৭৫ সালের সেনা অভ্যুত্থানে শেখ মুজিব হত্যার সময় সপরিবারে তাকেও হত্যা করা হয়।
১/ বাংলাদেশ সফরে ইন্দিরা গান্ধী। সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও কনিষ্ঠ পুত্র শেখ রাসেল (১৭ মার্চ, ১৯৭২)।
২/ সফররত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৮ মার্চ, ১৯৭২)।
৩/ সন্তান শেখ হাসিনা, শেখ রাসেল ও নাতি সজীব ওয়াজেদ এবং নাতনি সায়মা ওয়াজেদের সঙ্গে একান্ত পারিবারিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪/ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলিঙ্গনে কনিষ্ঠ সন্তান শেখ রাসেল।
৫/ পিতা–মাতাসহ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬/ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁঁর পরিবারের সঙ্গে ভারতীয় সেনা কর্মকর্তা মেজর অশোক কুমার তারা। দেশ স্বাধীনের পর যিনি বঙ্গবন্ধুর পরিবারকে পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দিদশা থেকে মুক্ত করেন।
৭/ স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবল লীগের প্রথম ম্যাচে টিম বঙ্গবন্ধু একাদশ এবং প্রেসিডেন্ট একাদশের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। (ফেব্রুয়ারি ১৩, ১৯৭২)।
৮/ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে এলেন মুক্তিযুদ্ধের সুহৃদ মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি ও তাঁর স্ত্রী। ছবিতে আরো আছেন বঙ্গবন্ধুর তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল (১৫ ফেব্রুয়ারি, ১৯৭২) ।
৯/ বাবার সঙ্গে একান্তে শিশু শেখ রাসেল।
১০/ বাবার সঙ্গে শেখ রাসেল।