রাজনৈতিক সচেতনতার কথাও আমরা জানতে পারি। ছোট্ট রাসেল একদিন মাকে জিজ্ঞেস করে, মা আব্বার কাছে যাবে না? মা কোন উত্তর দেয় না। দিবে কি করে তখন যে পিতা বঙ্গবন্ধুকে ছয় মাস ক্যান্টনমেন্টে পাকিস্তানী সামরিক জান্তারা আটক করে রেখেছিল।কেউ কোন খবরই জানত না তিনি কোথায় কিভাবে আছেন?
ছেলেকে শুধু বুকে টেনে নিয়ে আদর করল মা।রাসেল আবার মাকে জিজ্ঞাসা করল,মা আব্বার নাকি ফাঁসি হবে? ফাঁসি কি? মা বললেন,তোমাকে একথা কে বলেছে বাবা।
রাসেল উত্তর দিয়ে বলে সেদিন কাকা, দুলাভাই আর কামাল ভাই বলেছিল আমি শুনেছি মা। এমনই রাজনৈতিক সচেতন ছিলেন রাসেল। কারাগারে বাবার সাথে দেখা করতে গেলে জয়বাংলা স্লোগান দিত। এমন কি হরতালের দিনে বাসার সামনের লনে দাঁড়িয়ে হরতালের সমর্থনে হরতাল হরতাল বলে স্লোগান দিত।
:আমাদের ছোট রাসেল সোনা’ বই হতে সংগৃহীত